IPL Auction 2025 | আইপিএল ২০২৫র নিলামে রেকর্ড ঋষভ পন্থের! ২৭ কোটিতে কিনলো লখনউ
Sunday, November 24 2024, 1:42 pm

২৭ কোটিতে লখনউ কিনে নেয় ঋষভকে। পন্থকে নেওয়ার জন্য প্রথম বিড করে লখনউ।
আইপিএল ২০২৫ এর নিলামে রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। ২৭ কোটিতে লখনউ কিনে নেয় ঋষভকে। পন্থকে নেওয়ার জন্য প্রথম বিড করে লখনউ। লখনউয়ের পাশাপাশি আরসিবি, হায়দরাবাদ নেমে পড়ে লড়াইয়ে। দেখতে দেখতে ২০.৭৫ কোটিতে পৌঁছে যান পন্থ। এরপর দিল্লিকে আরটিএম এর জন্য প্রশ্ন করা হয়। দিল্লি আরটিএম ব্যাবহার করার পর লখনউ ডাইরেক্ট ২৭ কোটি দর দেয়। এরপর আর দিল্লি এগোয়নি। পন্থের আগেই টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়স আইয়ার। ২৬.৭৫ কোটিতে পঞ্জাব তাকে নেয়।