Rishabh Pant | দল ছাড়ছেন লড়াকু ঋষভ, 'দেশ বা দলকে সাহায্য করতে চেয়েছি'- আবেগঘন বার্তা পন্থের!

Monday, July 28 2025, 7:58 am
highlightKey Highlights

ওভালে শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। দলের সঙ্গেও থাকবেন না। তাই বিদায়বেলায় আবেগপ্রবণ বার্তা দিলেন ঋষভ।


ম্যাঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ড টেস্টে লড়াকু মানসিকতার জন্য ক্রিকেট প্রেমীদের মন জিতেছেন ঋষভ পন্থ। প্রথম দিনে খেলতে নেমে পায়ের পাতা ভেঙে যায় পন্থের। চিকিৎসকরা ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও, যন্ত্রণা অগ্রাহ্য করে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে নামেন ভারতীয় এই ক্রিকেটার। তবে ব্যাট করতে নামার প্রয়োজন পড়েনি। এবার ওভালে শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। দলের সঙ্গেও থাকবেন না। তাই বিদায়বেলায় আবেগপ্রবণ বার্তা দিয়ে ঋষভ বলেন, ‘আমি শুধু চেষ্টা করে গিয়েছি। নিজের কথা না ভেবে দেশ বা দলকে সাহায্য করতে চেয়েছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File