Rishabh Pant | আঙুলে চোট, ম্যাঞ্চেস্টারে ঋষভের দলে থাকা নিয়ে বাড়ছে সংশয়!

Friday, July 18 2025, 3:46 am
Rishabh Pant | আঙুলে চোট, ম্যাঞ্চেস্টারে ঋষভের দলে থাকা নিয়ে বাড়ছে সংশয়!
highlightKey Highlights

বৃহস্পতিবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, ম্যাঞ্চেস্টারে পন্থের কিপিং করা নিয়ে এখনও সংশয় রয়েছে।


লর্ডসে দুরন্ত ব্যাটিং করলেও প্রথম ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পান ঋষভ পন্থ। এর জেরে ম্যাঞ্চেস্টারে খেলার জন্যে পন্থ ফিট কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, ম্যাঞ্চেস্টারে পন্থের কিপিং করা নিয়ে এখনও সংশয় রয়েছে। লর্ডসে ঋষভের বদলে কিপিং করেছিলেন ধ্রুব জুরেল। যদিও বুধবার ভার‍ত অধিনায়ক শুভমান গিল বললেন, “ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File