Rishabh Pant | ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই চোট আতঙ্ক, অনুশীলনের সময়ে হাতে চোট পেলেন পন্থ!
Monday, June 9 2025, 12:56 pm
 Key Highlights
Key Highlightsরেভস্পোর্টসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার টিম ইন্ডিয়া রবিবার বেকেনহ্যামে প্রস্তুতিতে নেটে ব্যাটিংয়ের সময়ে পন্থের বাঁ হাতে বল লাগে।
২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই চোট পেলেন দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ। অনুশীলনের সময়ে তাঁর বাম হাতে বল লাগে বলে জানা গিয়েছে। রেভস্পোর্টসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার টিম ইন্ডিয়া রবিবার বেকেনহ্যামে প্রস্তুতিতে নেটে ব্যাটিংয়ের সময়ে পন্থের বাঁ হাতে বল লাগে। এরপই ঋষভের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। তবে পন্থের বিকল্প হিসেবে তৈরি ধ্রুব জুরেল। পন্থ যদি অফ ফর্মের মধ্যে দিয়ে যান, তা হলে জুরেলকে খেলানো হতে পারে।
-  Related topics - 
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ঋষভ পন্থ
- ভারত বনাম ইংল্যান্ড

 
 