খেলাধুলা

Rishabh Pant | মাইলফলক ছুঁলেন ঋষভ পন্থ, রেকর্ড গড়েই চোট, অ্যাম্বুলেন্সে করে ছাড়লেন মাঠ

Rishabh Pant | মাইলফলক ছুঁলেন ঋষভ পন্থ, রেকর্ড গড়েই চোট, অ্যাম্বুলেন্সে করে ছাড়লেন মাঠ
Key Highlights

মাইলফলকের আনন্দের মাঝে আপাতত চিন্তা ঋষভ পন্থের চোট নিয়ে। প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামতে পারবেন কি না, এই অস্বস্তিও কাজ করছে ভারতীয় শিবিরে।

এদিন ম্যাঞ্চেস্টারে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। এদিন ম্যাচের শুরুতেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে সাই সুদর্শন ও ঋষভ পন্থ। ম্যাচের মাঝেই ক্রিস ওকসের ডেলিভারিতে চোটের পায়েই আঘাত পেলেন ঋষভ পন্থ। অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন পন্থ। মাঠ ছাড়ার আগেই অভিনব এক রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের মাটিতে প্রথম সফরকারী কিপার এবং ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলক পেরোলেন ঋষভ পন্থ। ভাঙলেন ধোনির ৭৭৮, রডনি মার্শের ৭৭৩, জন হোয়াইটের ৬৮৪ এবং অস্ট্রেলিয়ার ইয়ান হিলির ৬২৪ রানের রেকর্ড।