খেলাধুলা

Rinku Singh-Priya Saroj | বাগদান সারলেন রিঙ্কু সিং! চিনুন ভারতের তারকা ক্রিকেটারের সাংসদ 'পত্নী' প্রিয়াকে

Rinku Singh-Priya Saroj | বাগদান সারলেন রিঙ্কু সিং! চিনুন ভারতের তারকা ক্রিকেটারের সাংসদ 'পত্নী' প্রিয়াকে
Key Highlights

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার বাগদান সেরেছেন উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে।

বিয়ের পিঁড়িতে এবার বসতে চলেছেন ভারতের ক্রিকেটার রিঙ্কু সিং! কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার বাগদান সেরেছেন উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। কিন্তু কে এই প্রিয়া? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী কনিষ্ঠতম প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়া। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র ২৫। নির্বাচনে মছলিশহর আসন থেকে সমাজবাদী পার্টির আসনে লড়ে ৩৫,৮৫০ ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ ভোলানাথকে। এছাড়াও প্রিয়া সরোজ তিনবারের সাংসদ তুফানি সরোজের কন্যা।