দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপের মামলার ঝাঁঝালো প্রতিক্রিয়া কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

Tuesday, June 1 2021, 8:09 am
highlightKey Highlights

২৫ শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়াগুলিকে দেশের ভেতরে ব্যবহারের জন্য একগুচ্ছ নতুন নিয়মবিধি পাঠিয়ে ৩ মাসের সময় দিয়েছিল। যার শেষ দিন ছিল গত ২৫শে মে। কেন্দ্রের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২৬শে মে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। হোয়াটসঅ্যাপের দাবি, সরকারের নয়া নিয়ম কার্যকর হলে ভারতীয়দের ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হবে এবং মৌলিক অধিকারের হস্তক্ষেপ হবে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন , "কোনও মৌলিক অধিকারই নিরঙ্কুশ নয়। জাতীয় সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের কর্তব্য। "




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File