মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে পারে বিত্তশালী নাগরিকদের করের পরিমান, উদ্যত জো বাইডেন

Saturday, April 24 2021, 5:25 am
মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে পারে বিত্তশালী নাগরিকদের করের পরিমান, উদ্যত জো বাইডেন
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেশের অর্থনৈতিক পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করতে আমেরিকার কর ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যত হয়েছেন। সকল শিশুর জন্য প্রি-কিন্ডারগার্টেন স্তরের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সমস্ত স্তরের কর্মীদের সবেতন ছুটি নেওয়ার সুবিধা দেওয়া-সহ একাধিক পরিকল্পনা রয়েছে বাইডেন প্রশাসনের। সেই কারণে, যাঁদের আয় ১০ লক্ষ ডলারের বেশি শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই লগ্নি থেকে আসা লাভের উপরে করের মাত্রা ৭% থেকে বাড়িয়ে ৩৯.৬% করার প্রস্তাব আনা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে চলে আসা নিয়ম ভেঙে বাইডেন প্রশাসন এক নতুন ইতিহাস গড়তে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File