শহর কলকাতা

Nabanna Abhijan | মাথায় লেগেছে চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হলো 'তিলোত্তমা'র মা-কে! পুলিশের বিরুদ্ধে উঠলো মারের অভিযোগ!

Nabanna Abhijan | মাথায় লেগেছে চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হলো 'তিলোত্তমা'র মা-কে! পুলিশের বিরুদ্ধে উঠলো মারের অভিযোগ!
Key Highlights

নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারের অভিযোগ তুললেন আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা!

নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারের অভিযোগ তুললেন আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা! অভিযোগ, পুলিশের লাঠিতে মাথায় ও হাতে আঘাত লেগেছে বলে তাঁর। ইতিমধ্যেই তাঁকে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করা হয়েছে ব্রেনের সিটি স্ক্যান। রেস কোর্সের কাছে নির্যাতিতার মা, বাবার মিছিল আটকানো হলে, তাঁরা সেখানে বসে পড়েন। রাজপথে বসে নির্যাতিতার মায়ের অভিযোগ, ‘চার পাঁচ জন পুরুষ, মহিলা পুলিশ আমাকে মেরেছে। হাতের শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে। আমাকে ফেলেই দেওয়া হয়েছিল।’