R G Kar | স্বাস্থ্য ভবনের সামনে সারারাত আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, সমর্থন জানিয়ে সেখানে পৌঁছান 'তিলোত্তমা'র বাবা, মা ও পরিজনরা

Wednesday, September 11 2024, 6:12 am
R G Kar | স্বাস্থ্য ভবনের সামনে সারারাত আন্দোলনে অনড়  জুনিয়র ডাক্তাররা, সমর্থন জানিয়ে সেখানে পৌঁছান 'তিলোত্তমা'র বাবা, মা ও পরিজনরা
highlightKey Highlights

"তিলোত্তমা" কাণ্ডে ৫ দফা দাবিতে অটল জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবনের সামনে সমর্থনে বাবা মা।


পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজ্য সরকারের তরফ থেকে দাবি না মানায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। বিকেল গড়িয়ে রাত হলেও স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরেননি আন্দোলনরত ডাক্তাররা। আর এই খবর পেয়ে রাতেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান তিলোত্তমার বাবা, মা ও পরিজনরা। তিলোত্তমার কাকিমা বলেন, ডাক্তারদের সুরক্ষা দিতে যাঁরা পারছেন না, তাঁরা কী করে কাজে ফেরার কথা বলেন?




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File