R G Kar | আরজি কর কান্ড সংক্রান্ত রিপোর্ট প্রতি ২ ঘণ্টা অন্তর পাঠাতে হবে কেন্দ্রকে! আর জি কর,বেলগাছিয়া মোড়, শ্যামবাজারে জারি ১৬৩ ধারা
Sunday, August 18 2024, 8:05 am

আর জি কর কাণ্ডে গোটা দেশ প্রতিবাদের পথে। যার জেরে একাধিক রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় জটিলতা তৈরি হচ্ছে।
আর জি কর কাণ্ডে গোটা দেশ প্রতিবাদের পথে। যার জেরে একাধিক রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে, আরজি কর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কী হচ্ছে, প্রতি ২ ঘণ্টা অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। এদিকে আরজি কর হাসপাতালের সামনে জারি ১৬৩ ধারা। কোনও জমায়েত, বিক্ষোভ মিছিলে স্পষ্ট নিষেধাজ্ঞা। বেলগাছিয়া মোড়, শ্যামবাজারের জন্যও একই নিয়ম। পুলিশ প্রয়োজন পড়লে কঠোর ব্যবস্থা নিতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- কলকাতা পুলিশ
- আর জি কর কান্ড