RG Kar Hospital | আবার আরজিকর! বিকল হয়েছে ক্যানসার নির্ণায়ক মেশিন, ভোগান্তির শিকার কয়েকশো রোগী

Sunday, February 16 2025, 12:39 pm
RG Kar Hospital | আবার আরজিকর! বিকল হয়েছে ক্যানসার নির্ণায়ক মেশিন, ভোগান্তির শিকার কয়েকশো রোগী
highlightKey Highlights

বিগড়ে গেল আরজিকর হাসপাতালের ক্যান্সার রোগ নির্ণয়ের মার্কার। যার জেরে গত কয়েকদিন ধরে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো রোগীকে।


ফের খবরের শিরোনামে উত্তর কলকাতার অন্যতম প্রধান হাসপাতাল আরজিকর। আসলে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই এই হাসপাতালের ক্যান্সার ডিটেকটিং যন্ত্রগুলি বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা, ভিটামিন সহ হরমোন পরীক্ষা বন্ধ করা হয়েছে। এর জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো ক্যান্সারের রুগীর। বাইরের থেকে চড়া দামে গুরুত্বপূর্ণ টেস্টগুলো করাতে হচ্ছে তাঁদের। এ ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের কাছে লাগাতার লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিভাগীয় প্র্রধানরা। তবে সুরাহা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File