RG Kar Corruption Case CBI | তদন্ত শেষ! আর জি কর দুর্নীতি মামলায় আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ আদালতের

আগামী ১৬ ডিসেম্বর অভিযুক্ত আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার, আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়। এদিন সিবিআই জানায় আর জি কর দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। দুর্নীতি মামলায় জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকে যাতে ফাইনাল চার্জশিট হিসাবে ধরার আবেদন জানিয়েছে সিবিআই। অভিযুক্ত আখতার আলিকে আগামী ১৬ই ডিসেম্বর সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সন্দীপ ঘোষ এবং আখতার আলি দীর্ঘ ১২ বছর ধরে দুর্নীতিতে যুক্ত রয়েছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির এই মামলায় সাক্ষীদের সংখ্যা এখন ১৪৭ জন।
