RG Kar Case | আজ আরজিকর কাণ্ডের বিচার পর্ব! মামলায় সাক্ষীদের তালিকায় রয়েছেন ১২৮ জন
Monday, November 11 2024, 4:25 am
 Key Highlights
Key Highlightsআজ, সোমবার থেকে শুরু হবে শিয়ালদহ আদালতে আরজিকর কাণ্ডের বিচার পর্ব।
আজ, সোমবার থেকে শুরু হবে শিয়ালদহ আদালতে আরজিকর কাণ্ডের বিচার পর্ব। আরজিকরে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডের ৫৮ দিন পর চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে অভিযুক্ত হিসেবে নাম লেখা রয়েছে কেবল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই। সূত্রের খবর, এই মামলায় সাক্ষীদের তালিকায় রয়েছেন ১২৮ জন। যার ৫৬ জনকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ নিহত চিকিত্সকের পরিবারের এক সদস্যকে দিয়ে শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব। এরপর একে একে সাক্ষ্যগ্রহণ করা হবে বাকিদেরও।
-  Related topics - 
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- আদালত
- ক্রাইম

 
 