শহর কলকাতা

Sanjay Rai | যাবজ্জীবন কারাদন্ডের রায়কে চ্যালেঞ্জ সঞ্জয়ের! হাইকোর্টের দ্বারস্থ হবে আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের দোষী

Sanjay Rai | যাবজ্জীবন কারাদন্ডের রায়কে চ্যালেঞ্জ সঞ্জয়ের! হাইকোর্টের দ্বারস্থ হবে আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের দোষী
Key Highlights

এবার হাইকোর্টে যাচ্ছেন আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের দোষী সঞ্জয় রায়।

এবার হাইকোর্টে যাচ্ছেন আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের দোষী সঞ্জয় রায়। এদিনই আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিভিক ভলান্টিয়রকে বিএনএস ৬৪,৬৬ ও ১০৩ (১) নম্বর ধারায় আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন সঞ্জয় রায়।দোষীর আইনজীবী সেঁজুতি চক্রবর্তী বলেন, “অভিযুক্তের তো অধিকার রয়েছে উচ্চ আদালতে যাওয়ার। তাই সঞ্জয় অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হবে।”