Dhanmandi | শেখ মুজিবরের ধানমান্ডির বাড়িতে হামলা! ভাঙচুরের পর তিনতলা জ্বালিয়ে দিলো ‘বিপ্লবী ছাত্র’রা!
Wednesday, February 5 2025, 5:33 pm

ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়িতে ‘বিপ্লবী ছাত্র’রা হামলা চালিয়েছে বলে অভিযোগ।
ফের জ্বলছে বাংলাদেশ। ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়িতে ‘বিপ্লবী ছাত্র’রা হামলা চালিয়েছে বলে অভিযোগ। মুজিবের স্মৃতিবিজরিত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর। ৯টার একটু আগে দেখা যায় তিনতলা জ্বলছে। উল্লেখ্য, ধানমান্ডির এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃংশসভাবে খুন হয়েছিলেন মুজিবর। তাঁর সঙ্গে খুন হয়েছিলেন স্ত্রী ফজিলাতুন্নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিক্ষোভ
- হামলা