Bashar Al Assad | র্যাডারে হঠাৎই অদৃশ্য বিমান! হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল হাসাদকে?
Sunday, December 8 2024, 2:07 pm
Key Highlightsআন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দাবি করছে, সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে!
সিরিয়ার বিরোধী যোদ্ধা গোষ্ঠী দামাস্কাস দখল করতেই বিমানে করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল হাসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছিলো। তবে এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দাবি করছে, সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে! ফ্লাইট র্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাস্কাস বিমান বন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। সেই বিমানে ছিলেন প্রেসিডেন্ট আসাদও। সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে যাওয়ার সময় হঠাৎই তা ইউটার্ন নেয়। এরপরই আর র্যাডারে খুঁজে পাওয়া যায়নি বিমানটিকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- হামলা
- দুষ্কৃতী হামলা
- সন্ত্রাসবাদী হামলা
- বিমান

