লাইফস্টাইল

পুরনো বেডকভার দিয়ে হরেক প্রয়োজনীয় জিনিস বানিয়ে তাক আপসাইকল ফ্যাশন, জানেন আপসাইকল ফ্যাশন আসলে কী?

পুরনো বেডকভার দিয়ে হরেক প্রয়োজনীয় জিনিস বানিয়ে তাক আপসাইকল ফ্যাশন, জানেন আপসাইকল ফ্যাশন আসলে কী?
Key Highlights

পুরনো বিছানার চাদর বা বেডকভার দিয়ে বানিয়ে নেওয়া যায় হরেক প্রয়োজনীয় জিনিস। তাক লাগিয়ে দিন আপসাইকল ফ্যাশনে। এই আপসাইকল ফ্যাশন আসলে কী? পুরনো কোনও কিছুকে রিসাইকল করে নতুন ভাবে বানানোর নাম হল আপসাইকল ফ্যাশন। এখানে পুরনো বেডকভার দিয়ে তৈরি করা হয়েছে নতুন জিনিস। পুরনো বা ছেঁড়া বেডকভার বা বেডশিট বাতিল করার আগে ছেঁড়া অংশগুলো বাদ দিয়ে বাকি অংশটা কেটে রাখুন। এ রকম তিন-চার ধরনের প্রিন্টেড কাপড়ের টুকরোর অদলবদল ঘটিয়ে, সেলাই করে কুইল্ট বানানো যায়। আবার সলিড কালারের বেডশিটের সঙ্গে দু’-তিন ধরনের প্রিন্টেড কাপড় জুড়ে কুশন কভারও তৈরি করতে পারেন। কোস্টারও তৈরি হতে পারে আবার প্রিন্টেড বেডকভার দিয়ে বানাতে পারেন ট্রাভেলও।