Ahmedabad Plane Crash | স্ত্রীর অস্থি বিসর্জন দিয়ে ফিরছিলেন মেয়েদের কাছে, বিমান দুর্ঘটনায় মৃত গুজরাটের যুবক
Friday, June 13 2025, 3:05 pm
Key Highlightsনর্মদায় স্ত্রীর অস্থি বিসর্জন দিয়ে ফিরছিলেন লন্ডনে, ২ মেয়ের কাছে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো অর্জুন মনুভাই পাটোলিয়ার।
এক সপ্তাহ আগে বিদেশ বিঁভুই লন্ডনে মৃত্যু হয়েছিল স্ত্রীর। স্ত্রীর অস্থি নর্মদায় বিসর্জন দিতে দেশে ফিরেছিলেন অর্জুন মনুভাই পাটোলিয়া। শেষকৃত্য মিটিয়ে লন্ডনে দুই মেয়ের কাছে ফিরে যাচ্ছিলেন তিনি। শেষরক্ষা হলো না। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত AI 171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো গুজরাটের বাসিন্দা অর্জুনের। অর্জুনের ভাইপো কৃশ জগদীশ পাটোলিয়া জানালেন, ‘ওই ফ্লাইটেরই টিকিট কেটেছিলেন। ফিরছিলেন লন্ডনে। কিন্তু দুর্ঘটনা ঘটে গেল।’ অর্জুনের মৃত্যুর ফলে এক সপ্তাহের মধ্যেই বাবা মা হারা হলো ৪ এবং ৮ বছরের দুই শিশু।
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- বিমান
- ভারতীয় বিমান
- বিমান পরিষেবা
- বিমান দুর্ঘটনা
- এয়ার ইন্ডিয়া
- মৃত্যু

