রাজ্যভিজিল্যান্স ছাড়পত্র বাধ্যতামূলক, অবসরপ্রাপ্ত সরকারি অফিসারদের জন্য নয়া নির্দেশিকা
গত ৩১শে মে, ২০২১ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে পুনর্নিয়োগ করেছে।এই ঘটনার ঠিক ৩ দিন পর অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকার অফিসাদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র । নয়া নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রের অল ইন্ডিয়া সার্ভিসের গ্রুপ ‘এ’ পদমর্যাদার অবসরপ্রাপ্ত অফিসার এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা অন্য কোনও সংস্থার সমতুল মর্যাদার অফিসারদের কোনো সরকার যদি কোনো পদে নিযুক্ত করতে চান, তবে অবসর গ্রহণের আগে ১০ বছর তারা যেখানে কাজ করেছেন, সেখান থেকে ভিজিল্যন্স ছাড়পত্র লাগবে। কোনো সরকার তার নিজ ইচ্ছেমতন কাউকে বাছাই করতে পারবেন না। সবাইকে সুযোগ দেওয়ার জন্য সরকারি ক্ষেত্রে তার বিজ্ঞাপন দিতে হবে।