Retail Inflation | ২০১৯ এর জুলাইয়ের পর সর্বনিম্ন! এপ্রিল মাসে কমলো ভারতে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার!
Wednesday, May 14 2025, 5:59 pm

কেন্দ্রীয় তথ্য ও প্রকল্প উন্নয়ন দপ্তর জনিয়েছে, এপ্রিল মাসে দেশের পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৩.১৬ শতাংশ।
এপ্রিল মাসে কমলো ভারতে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার। এই হার ২০১৯ সালের জুলাইয়ের পরে সর্বনিম্ন। কেন্দ্রীয় তথ্য ও প্রকল্প উন্নয়ন দপ্তর জনিয়েছে, এপ্রিল মাসে দেশের পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৩.১৬ শতাংশ। মার্চে এই হার ছিল ৩.৩৪ শতাংশ। দেশের গ্রামাঞ্চলে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার মার্চের ৩.২৫ শতাংশ থেকে কমে এপ্রিলে ২.৯২ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে মার্চের ৩.৪৩ শতাংশ থেকে কমে ৩.৩৬ শতাংশ হয়েছে।