Japan Moon Mission | চাঁদে অবতরণের সময়ই ভেঙে পড়লো ‘রেজিলিয়েন্স’! ব্যর্থ জাপানের চন্দ্রাভিযান!
Friday, June 6 2025, 10:18 am
Key Highlightsচাঁদের বুকে ভেঙে পড়লো জাপানের বেসরকারি সংস্থা আইস্পেসের ‘রেজিলিয়েন্স’ নামক মহাকাশযান!
চাঁদের বুকে ভেঙে পড়লো জাপানের বেসরকারি সংস্থা আইস্পেসের ‘রেজিলিয়েন্স’ নামক মহাকাশযান! শুক্রবার আইস্পেস এই চন্দ্র অভিযান ব্যর্থ হওয়ার খবর প্রকাশ্যে এনে জানায়, চাঁদে অবতরণের সময় চন্দ্রযানটির ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছিলো না, যার ফলে ওই চন্দ্র অভিযানটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই কারণেই অবতরণের সময় চাঁদের মাটিতে আছড়ে পরে ‘রেজিলিয়েন্স’ মহাকাশযানটি। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে এই চন্দ্রযানটি যাত্রা শুরু করেছিল। এই অভিযান সফল হলে চাঁদের উত্তরভাগে পৌঁছতে পারত ‘রেজিলিয়েন্স’।

