Uluberia | ফের ফাটলো জলের পাইপ, জল সংকটে উলুবেড়িয়া পুরসভার একাধিক ওয়ার্ড

Wednesday, March 26 2025, 3:24 pm
highlightKey Highlights

জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় বিপাকে পড়ল উলুবেড়িয়া পুরসভা এলাকায় কমপক্ষে সাতটি ওয়ার্ডের বাসিন্দারা।


হাওড়ার পর এবার উলুবেড়িয়াতে জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে গরুহাটার কাছে আচমকা পাইপ লাইন ফেটে যায়। হু হু করে জল বের হতে থাকে। সঙ্গে সঙ্গেই পাইপ লাইন সারানোর কাজ শুরু করলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বুধবার সকাল থেকেই নির্জলা রয়েছে উলুবেড়িয়ার কমপক্ষে সাতটি ওয়ার্ড। বর্তমানে ২২, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সমস্যার মোকাবিলা করতে ওয়ার্ডগুলোতে জলের গাড়ি পাঠাচ্ছে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File