RBI Governor | মার্কিন শিল্পপতিদের ভারতে লগ্নি করার জন্য আহ্বান দিলেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা!

Tuesday, April 29 2025, 5:52 am
RBI Governor | মার্কিন শিল্পপতিদের ভারতে লগ্নি করার জন্য আহ্বান দিলেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা!
highlightKey Highlights

মার্কিন শিল্পপতিদের ভারতে লগ্নি করার জন্য আহ্বান জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা


মার্কিন শিল্পপতিদের ভারতে লগ্নি করার জন্য আহ্বান জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। সম্প্রতি US ইন্ডিয়া ইকনমিক ফোরামের অনুষ্ঠানে সঞ্জয় মালহোত্রা বলেন ‘যখন উন্নত অর্থনীতির দেশগুলি যখন দোলাচলে রয়েছে, তখনও ভারত শক্তিশালী বৃদ্ধি অফার করছে।’ ভারতের শিল্প স্থাপনের প্রসঙ্গে RBI গভর্নর বলেন, ‘ভারত কেবল বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি নয়, তা সমৃদ্ধির সঙ্গী। আমরা এক সঙ্গে চললে বিশ্বের আগামী দিনের পরিস্থিতি বদলের ক্ষমতা রাখি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File