West Bengal | বাংলার ৪ চিকিৎসকের গবেষনা স্থান পেলো বিশ্ববরেণ্য 'ল্যানসেট'এ! থাকছে ডোমেদের জীবনকথা
Saturday, March 22 2025, 2:34 pm
Key Highlights৩০ জন ডোমের সাক্ষাৎকার নিয়ে গবেষণা শুরু করেছিলেন বাংলার চারজন চিকিৎসক। সেই গবেষণা মান্যতা পেল আন্তর্জাতিক মঞ্চে। প্রকাশিত হল বিশ্ববরেণ্য মেডিক্যাল জার্নাল ল্যানসেটে।
কোভিডের সময় নিজেদের জীবনবাজি রেখে শত সহস্র সংক্রমিত দেহ সৎকার করেছে ডোমেরা। কিন্তু যোগ্য সন্মান তাদের দেওয়া হয়না। ৩০ জন ডোমের সাক্ষাৎকার নিয়ে বিশিষ্ট ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক সোমনাথ দাসের আন্ডারে গবেষণা শুরু করেছিলেন বাংলার তিন চিকিৎসক। তাঁদের এই গবেষণপত্র এবারের আন্তর্জাতিক স্বীকৃতি পেলো। আগামী এপ্রিলে বিশ্ববরেণ্য মেডিক্যাল জার্নাল 'ল্যানসেট' এ ছাপার অক্ষরে প্রকাশিত হবে আর্টিকেলটি। আন্তর্জাতিক মহলে ডোমেরা প্রাপ্য সন্মান পেলে বাংলার পরিস্থিতিও বদলাবে বলে মনে করছেন বাংলার চিকিৎসকমহল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডাক্তার
- গবেষণা
- আন্তর্জাতিক গবেষণাপত্র
- বাঙালি

