পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু-কে খুঁজে দিতে পারলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের

Wednesday, February 3 2021, 12:09 pm
পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু-কে খুঁজে দিতে পারলে  নগদ ১ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের
highlightKey Highlights

গত ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা কারোর কাম্য ছিল না। সেই ঘটনার অভিযুক্ত ও মদতদাতা হিসেবে আগেই FIR দায়ের হয়েছিল পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। কিন্তু তাঁর পর সে এমন ভাবে নিজেকে নিখোঁজ, করে নিয়েছেন, যেখানে পুলিশ তাঁকে ধরতে পারেননি। বর্তমানে, দিল্লি পুলিশ ঘোষণা করেছেন যে অভিযুক্ত সিধু-কে খুঁজে দিতে পারবে, তাঁকে নগদ ১ লাখ টাকায় পুরস্কৃত করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File