Republic Day Parade | কর্তব্যপথে কুচকাওয়াজে সেনার সাথে হাঁটবে ‘নেড়ি’ কুকুর! প্রজাতন্ত্র দিবসে নয়া চমক বাহিনীর
Wednesday, January 7 2026, 5:45 pm

Key Highlights২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কসরৎ দেখাবে দুটি ব্যাকট্রিয়ান উট, চারটি টাট্টু ঘোড়া, চারটি শিকারি পাখি, দশটি দিশি ব্রিডের কুকুর।
২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কসরৎ দেখাবে দুটি ব্যাকট্রিয়ান উট, চারটি টাট্টু ঘোড়া, চারটি শিকারি পাখি, দশটি দিশি ব্রিডের কুকুর। এই প্রথম কর্তব্যপথে সেনাবাহিনীর পাশাপাশি হাঁটবে ভারতীয় সেনাবাহিনীর ‘চতুষ্পদ’ বাহিনী বা পশু, পাখিদের ব্রিগেড। এরা প্রত্যেকেই ভারতীয় সেনার ‘রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কোর’ বা RVC র গুরুত্বপূর্ণ অংশ। এই কুচকাওয়াজে এবার বোঝানো হবে শুধু সেনা জওয়ান বা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রই নয়, যেকোনো বিপর্যয়ে এই দিশি চারপেয়ে পশু পাখিরাও নিজেদের প্রাণের বিনিময়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে।
- Related topics -
- দেশ
- প্রজাতন্ত্র দিবস
- পোষ্য কুকুর
- ভারতীয় সেনা


