SSC | পরীক্ষা ছাড়াই ‘যোগ্য’দের পুনর্বহালের দাবিতে অনড় চাকরিহারারা, শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক সেরে আর কী জানালেন আন্দোলনকারীরা?
Monday, May 26 2025, 1:26 pm
Key Highlightsআজ, সোমবার শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক সারলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিরা।
আজ, সোমবার শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক সারলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, পরীক্ষা ছাড়াই ‘যোগ্য’দের পুনর্বহালের দাবিতে অনড় থাকছেন তারা। পাশাপাশি CBIর উদ্ধার করা OMR শিটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে, ‘যোগ্য’দের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাবও দিয়েছেন তারা। এছাড়াও রাজ্যের পাশাপাশি দিল্লিতেও আন্দোলনের ডাক দিয়েছেন তারা। যদিও সেই কর্মসূচি এখনও জানাননি এসএসসির চাকরিহারারা।
-  Related topics - 
 - রাজ্য
 - পশ্চিমবঙ্গ
 - শিক্ষা ব্যবস্থা
 - এসএসসি
 - সুপ্রিম কোর্ট
 

 