দেশকোউইন অ্যাপ এর বিরুদ্ধেে আনা তথ্য চুরির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের
কোউইন অ্যাপ সম্মন্ধে শোনা যাচ্ছিল যে এই অ্যাপ হ্যাক করে হ্যাকাররা ১৫ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে । আবার সেই সব তথ্য বিক্রি ও করা হচ্ছে। এই ধরনের একটি রিপোর্টকে ঘিরে বৃহস্পতিবার শোরগোল পড়ে যায় গোটাবিশ্বে। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই খবর সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করলেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হলো বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমারজেন্সি টিম এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। প্রাথমিক তদন্তে ওই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো বলে জানা গেছে, তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বৈদ্যুতিন এবং প্রযুক্তি মন্ত্রকের বিশেষজ্ঞ দল।