Water Wastage WB । আপনার এলাকায় পানীয় জলের অপচয় হচ্ছে? এবার সরাসরি হোয়াটস্যাপ করে জানান এই নম্বরে
পানীয় জলের অপচয় নিয়ে নাজেহাল জনস্বাস্থ্য কারিগরি দফতর। এই বিষয়ে দফতরে সরাসরি অভিযোগ জানাতে দুটি হোয়াটস্যাপ নম্বর চালু করলো রাজ্য সরকার।
পানীয় জলের অপচয় নিয়ে নাজেহাল জনস্বাস্থ্য কারিগরি দফতর। অভিযোগ, জলজীবন মিশন প্রকল্পে গ্রামের প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিচ্ছে সরকার। কিন্তু সেই পানীয় জল দিয়ে পুকুরের মাছ চাষ থেকে শুরু করে স্নান করানো হচ্ছে গরু ছাগলকে। ধান চাষের জমিতে এবং মুরগির পোলট্রি, গ্যারাজ থেকে বাড়ি নির্মাণের কাজেও এই জল ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে দফতরে সরাসরি অভিযোগ জানাতে ৮৯০২০৫২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ এই দুটি হোয়াটস্যাপ নম্বর চালু করলো রাজ্য সরকার।
- Related topics -
- রাজ্য
- রাজ্য সরকার
- নবান্ন
- মমতা ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ
- জল