আকাশপথে সেনা পিছনোর যৌথ নজরদারি! প্যাংগংয়ে শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত-চিন।

Wednesday, November 11 2020, 1:55 pm
আকাশপথে সেনা পিছনোর যৌথ নজরদারি! প্যাংগংয়ে শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত-চিন।
highlightKey Highlights

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে ভারত এবং চিনা সেনার। ৬ নভেম্বর শুক্রবার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ এবং ‘সেনা সংখ্যা কমানো’ সংক্রান্ত তিনটি পদক্ষেপের বিষয়ে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে। বলা হয়েছে, গত এপ্রিল-মে মাসের আগের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে দু’দেশের প্রতিনিধিরা বৈঠকে একমত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্যাংগং এলাকায় ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু সিদ্ধান্তও নেন তাঁরা। পূর্ব লাদাখের ওই এলাকায় দু’বাহিনী এখন ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল-সহ নানা ভারী সামরিক সরঞ্জাম নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হয় সেগুলি পিছিয়ে নেওয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File