Hardik Pandya : টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন হার্দিক পান্ডিয়া!

Wednesday, December 8 2021, 10:48 am
highlightKey Highlights

কী কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাইছেন হার্দিক পান্ডিয়া? ক্রিকেটারের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া মহলে জল্পনা তুঙ্গে।


যে কোনও ক্রিকেটারের কাছেই দেশের জার্সিতে টেস্ট খেলাটা অনেক বেশি সম্মানের। তা হলে পান্ডিয়া কেন আর সাদা জার্সি পরতে চাইছেন না! টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করে কেন অবসরের কথা ভাবছেন তিনি!  এই নিয়ে ক্রীড়ামহল থেকে শুরু করে তার ভক্তগণ সকলেই অবাক হয়েছেন। আসলে পান্ডিয়ার টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স খুব খারাপ। তাই তিনি এবার শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই মন দিতে চাইছেন।

ক্রিকেটার হার্দিক পান্ডিয়া
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

ট্র্যাক রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পান্ডিয়াকে শেষবার টেস্ট জার্সি গায়ে দেখা গিয়েছিল। তার পর থেকে তিনি শুধু রঙিন জার্সিতেই খেলেছেন। তবে কি শেষ পর্যন্ত সাদা জার্সির ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবেন হার্দিক পান্ডিয়া!

Trending Updates
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, চোট পান্ডিয়াকে বারবার সমস্যায় ফেলেছে। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরেও থাকতে হয়েছে তাঁকে। চোটের জন্য তাঁর পারফরম্যান্সেও বারবার প্রভাব পড়েছে। টি-২০ বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। পান্ডিয়া তাই হয়তো সাদা বলের ক্রিকেটে নিজেকে উজাড় করে দিতে চাইছেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File