India summons Bangladesh envoy | বারবার ভারতকে দোষারোপ, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো দিল্লি

Friday, February 7 2025, 6:07 pm
highlightKey Highlights

খোদ মহম্মদ ইউনূস বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা জঙ্গিদের বাংলাদেশের বিরুদ্ধে উস্কে চলেছেন। এ পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সাউথ ব্লকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারত।


শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের পর গত বুধবার থেকে রণক্ষেত্র পদ্মাপাড়ের বাংলাদেশ। হাসিনার মিথ্যাভাষণকে সমর্থন করছে ভারত, এমনটাই দাবি করছিলো ইউনুস সরকার। তাঁরা বিশেষ নোট পাঠায় দিল্লিকে। এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ইউনুস প্রশাসন। এবার পাল্টা পদক্ষেপ নিলো ভারত। শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ নুরুল ইসলামকে তলব করল দিল্লি সাউথ ব্লক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এতে ভারতের কোনও ভূমিকা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File