Air India | বারংবার গাফিলতি, এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি DGCA-র!

Sunday, June 22 2025, 5:28 pm
Air India | বারংবার গাফিলতি, এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি DGCA-র!
highlightKey Highlights

ফের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) রোষের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এবার বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ।


আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়া বিমানগুলির একের পর এক গাফিলতি নজরে আসছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা DGCAর। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করেছে ডিজিসিএ। চলছে অভ্যন্তরীণ তদন্তও। ডিজিসিএর দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে, ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের মারাত্মক গাফিলতি রয়েছে। এই মর্মে এবার এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি দিলো ডিজিসিএ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File