বিনোদন

Achyut Potdar | আর বলবেন না ‘কেহনা ক্যায়া চাহতে হো?’, প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার

Achyut Potdar | আর বলবেন না ‘কেহনা ক্যায়া চাহতে হো?’, প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার
Key Highlights

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমিরের উদ্দেশে তিনি বলেছিলেন- ‘‘কেহনা ক্যায়া চাহতে হো?’ প্রয়াত হলেন খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার(৯১)।

বলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার(৯১)। ১৮ আগস্ট মধ্যরাত্রে থানের জুপিটর হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা। প্রাক্তন সেনাকর্মী এই অভিনেতা নিজের ফিল্মি কেরিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় কলেজের শ্রেণীকক্ষে আমিরের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছিল- ‘‘কেহনা ক্যায়া চাহতে হো?’ করেছেন ‘রাজু বন গ্যায়া জেন্টল ম্যান’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি।