Second Hooghly Bridge | জুন থেকে শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ! এক-একটি লেন বন্ধ রেখে ১৫ মাস ধরে চলবে কাজ!
Tuesday, May 13 2025, 11:00 am
Key Highlightsআগামী জুন মাস থেকে সংস্কারের কাজ শুরু হবে তিন দশকের বেশি পুরনো দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর।
আগামী জুন মাস থেকে সংস্কারের কাজ শুরু হবে তিন দশকের বেশি পুরনো দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর। নবান্নের তরফে জানানো হয়েছে, সংস্কারের সময় বন্ধ থাকবে সেতুর একাংশ। এক, একটি লেন বন্ধ রেখে চলবে কাজ। ফলে একটা বড় সময় বন্ধ থাকবে লেনগুলি। জানা গিয়েছে, প্রায় ২০০ কোটি টাকা খরচ করা হবে সংস্কারের জন্য। প্রাথমিকভাবে সেতুর ২০টি স্টে কেবল বদল এবং ‘বিয়ারিং’ বদল করার দায়িত্বে থাকবে জার্মান সংস্থা এবং কলকাতার একটি সংস্থা। এই পুরো প্রকল্পের কাজ শেষ করতে প্রায় ১৫ মাস সময় লাগবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- নবান্ন

