প্রয়াত অভিনেতা সুশান্তের জন্মদিনে চোখের জলে আবেগাপ্লুত অনুরাগীরা
Thursday, January 21 2021, 8:00 am
Key Highlights১৯৮৬ সালের ২১শে জানুয়ারী পাটনায় জন্ম হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। অভিনেতা সুশান্ত নানা ফিল্মে অভিনয় করে জিতে নিয়েছিলেন অগুনতি মন। ২০২০ সালের ১৪ ই জুন মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। সেই নিয়ে গোটা দেশজুড়ে শুরু হয় নানা জল্পনার। ট্রেন্ডিং হয় হ্যাশট্যাগ "জাস্টিস ফর সুশান্ত"। আজও চলছে তাঁর মৃত্যুর তদন্ত। মৃত্যুর পর তাঁর প্রথম জন্মদিনে ভক্ত চোখে জলে তাঁকে স্মরণ করছেন।
- Related topics -
- সেলিব্রিটি
- সুশান্ত সিং রাজপূত
- শুভ জন্মদিন
- অভিনেতা
- ভারতীয়

