Reliance-TRAI | স্পেকট্রাম বণ্টন নিয়ে TRAIর কাছ পুনর্বিবেচনার আর্জি Relianceর, মাস্কের Starlink নিয়ে ভয় পাচ্ছে আম্বানি?
TRAI এর কাছে নিলাম ছাড়াই স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়।
ভারতে পরিষেবা চালু করতে আগ্রহী ইলন মাস্কের স্যাটেলাইট ব্রডব্যান্ড সংস্থা স্টারলিঙ্কের। এদিকে TRAI এর কাছে নিলাম ছাড়াই স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়। এর ফলে নতুন করে স্টারলিঙ্কের সঙ্গে দ্বন্দ্বের সূচনা হতে চলেছে আম্বানির সংস্থাটির। ব্রডব্যান্ড সংস্থাগুলির বক্তব্য, ভারতেও মাস্কের সংস্থা পরিষেবা শুরু করলে তাদের পক্ষে ব্যবসা চালানো কঠিন হয়ে দাঁড়াতে পারে। ট্রাইয়ের সুপারিশ কার্যকর করা হলে তা স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টনের ভবিষ্যতের দিশা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রিলায়েন্স
- অম্বানী
- মুকেশ আম্বানি
- ইলন মাস্ক
- স্টারলিংক