বছর শেষে জিও গ্রাহকদের জন্য সুখবর! ১লা জানুয়ারী থেকে সমস্ত নেটওয়ার্কগুলিতে জিও থেকে ভয়েস কল ফ্রি।
Thursday, December 31 2020, 9:54 am

মুকেশ অম্বানির টেলিকম সংস্থার ঘোষণা, ১লা জানুয়ারী ২০২১ থেকে দেশের ভিতরে বাকি যেকোনও নেটওয়ার্কে রিলায়েন্স জিওর ভয়েস কল ফ্রি হবে। রিলায়েন্স জিও থেকে বিনামূল্যে ভয়েস কল করা যাবে যে কোনও নেটওয়ার্কে। রিলায়েন্স জিও বলেছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশানুসারে বিল ও কিপ জমানা ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। ফলে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ যাবতীয় ঘরোয়া ভয়েস কলের ক্ষেত্রে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বন্ধ হয়ে যাচ্ছে। বলা হয়েছে, আইইউসি চার্জ উঠে গেলেই ঘরোয়া অফ-নেট ভয়েস কল চার্জ শূন্য করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাকে পালন করে জিও আবার ১ জানুয়ারি ২০২১ থেকে সব অফ-নেট ঘরোয়া ভয়েস কল ফ্রি করে দেবে।
- Related topics -
- টেকনোলজি
- জিও
- রিলায়েন্স
- মুকেশ আম্বানি