Jio IPO | ২০২৫ সালেই রিলায়েন্স জিয়োর আইপিও আসতে চলেছে শেয়ার বাজারে, কত হবে মূল্য?
রিলায়েন্সের অন্দরমহল সূত্রে খবর, টেলিকম ব্যবসা স্থিতিশীল এবং সেই কারণেই ২০২৫ সালে রিলায়েন্স জিয়োর আইপিও নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
২০২৫ সালেই রিলায়েন্স জিয়োর আইপিও আসতে চলেছে শেয়ার বাজারে। রিলায়েন্সের অন্দরমহল সূত্রে খবর, টেলিকম ব্যবসা স্থিতিশীল এবং সেই কারণেই ২০২৫ সালে রিলায়েন্স জিয়োর আইপিও নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ভারতের ১ নম্বর টেলিকম অপারেটার রিলায়েন্স জিয়োর গ্রাহক সংখ্যা ৪৭.৯ কোটি। আগামী বছর শেয়ারবাজারে রিলায়েন্স জিয়োর নথিভুক্তিকরণের পরিকল্পনা করেছেন মুকেশ আম্বানি। তবে আইপিও নিয়ে আসার জন্য রিলায়েন্স জিয়োর মূল্যের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি এবং কোনও ব্যাঙ্ককেও এখনও নিয়োগ করা হয়নি।
- Related topics -
- শেয়ার বাজার
- জিও
- রিলায়েন্স
- মুকেশ আম্বানি
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য