Reliance-Disney Merger | জুড়ে গেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ডিজনি! সংযুক্তিকরণের দোলে তৈরী হবে ৭০,৩৫২ কোটি টাকার নতুন যৌথ উদ্যোগ
বৃহস্পতিবার গ্লোবাল মিডিয়া হাউস ওয়াল্ট ডিজনির ভারতীয় শাখার সঙ্গে সম্পদের সংযুক্তিকরণ সম্পন্ন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে মিশে গেলো ডিজনির ভারতীয় শাখা। বৃহস্পতিবার গ্লোবাল মিডিয়া হাউস ওয়াল্ট ডিজনির ভারতীয় শাখার সঙ্গে সম্পদের সংযুক্তিকরণ সম্পন্ন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই চুক্তির কারণে ৭০,৩৫২ কোটি টাকার একটি নতুন যৌথ উদ্যোগ তৈরি হবে। যার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার তরফে মোট ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এটি নিয়ন্ত্রণ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যৌথ উদ্যোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১৬.৩৪ শতাংশ, ভায়াকম ১৮র ৪৬.৮২ শতাংশ রয়েছে। বাকি ৩৬.৮৪ শতাংশ রয়েছে ডিজনির দখলে। চেয়ারপার্সন হবেন নীতা আম্বানি।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রিলায়েন্স
- নিতু আম্বানি