Paris Olympic | বিশ্বে ছড়াবে ভারতের ইতিহাস, সংস্কৃতি, খেলাধূলার ঐতিহ্য! প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন!

Wednesday, June 26 2024, 1:37 pm
Paris Olympic | বিশ্বে ছড়াবে ভারতের ইতিহাস, সংস্কৃতি, খেলাধূলার ঐতিহ্য! প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন!
highlightKey Highlights

প্যারিসের ঐতিহ্যবাহী পার্ক ‘দে লা ভিলেজে’ তৈরি করা হয়েছে এই ইন্ডিয়া হাউজ।


প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন। প্যারিসের ঐতিহ্যবাহী পার্ক ‘দে লা ভিলেজে’ তৈরি করা হয়েছে এই ইন্ডিয়া হাউজ। পার্কে ইন্ডিয়া হাউজ ছাড়াও নেদারল্যান্ড, কানাডা, ব্রাজিল, ফ্রান্স সহ মোট ১৪টি দেশের কান্ট্রি হাউজ রয়েছে। প্রযুক্তির মাধ্যমে এখানে তুলে ধরা হবে দেশের সমৃদ্ধ সংস্কৃতি, খেলাধূলার ঐতিহ্য এবং ভারতের অতীত, বর্তমান এবং রোমাঞ্চকর ভবিষ্যতের কথা। ইন্ডিয়া হাউজে ভারতীয় ক্রীড়াবিদদের জয়গাথা এবং পদকের প্রদর্শনী থাকবে। ক্রীড়া অনুরাগীদের জন্য আয়োজন করা হবে ওয়াচ পার্টির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File