Reliance-Disney Merger । এক হয়ে গেল রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনি! ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকছে মুকেশ আম্বানির হাতে
Thursday, August 29 2024, 12:29 pm
 Key Highlights
Key Highlightsরিলায়েন্সের দৌলতে ভারতের মিডিয়া জগতে বৃহত্তম সাম্রাজ্য তৈরি হলো। এক হল রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনি!
রিলায়েন্সের দৌলতে ভারতের মিডিয়া জগতে বৃহত্তম সাম্রাজ্য তৈরি হলো। এক হল রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনি! বুধবার ভারতের নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়, 'স্বেচ্ছায় পরিবর্তনের স্বাপেক্ষে' রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড, ডিজিটাল১৮ মিডিয়া লিমিটেড,স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্টার টেলিভিশন প্রোডাকশনস লিমিটেডের প্রস্তাবিত চুক্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী, রিলায়েন্স ডিজনি মিশিয়ে যে যৌথ সংস্থা তৈরি হচ্ছে সেটার ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকছে রিলায়েন্সের হাতে। ওয়াল্ট ডিজনির হাতে বাকি ৩৬.৮৪ শতাংশ।
-  Related topics - 
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- রিলায়েন্স
- চুক্তি স্বাক্ষর
- বিনোদন

 
 