Waqf | বাধ্যতামূলকভাবে করতে হবে দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন, ‘উমিদ’ পোর্টাল আনছে কেন্দ্র সরকার!
Tuesday, June 3 2025, 6:18 am
Key Highlightsদেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই পোর্টালের নাম ‘উমিদ’। ৬ জুন ওই পোর্টালের উদ্বোধন হবে বলে খবর। জানা গিয়েছে, ‘উমিদ’ পোর্টালের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগ সহ লোকেশন এবং অন্যান্য তথ্য। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ‘ডিসপুট’ বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ওয়াকফ বিল
- কেন্দ্রীয় সরকার

