খেলাধুলা

ISL | আইএসএল হবে, তবে কবে হবে তা নিশ্চিতভাবে বলতে পারলো না এফএসডিএল

ISL | আইএসএল হবে, তবে কবে হবে তা নিশ্চিতভাবে বলতে পারলো না এফএসডিএল
Key Highlights

ভারতীয় ফুটবলের উদ্ভূত সঙ্কট মেটাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে এফএসডিএল কর্তৃপক্ষ জানিয়ে দিল, বর্তমান কমিটির সঙ্গে এই মুহূর্তে চুক্তি নবীকরণ নিয়ে কিছুই করা হচ্ছে না।

আইএসএল নিয়ে নয়া ঘোষণা করলো এফএসডিএল। এফএসডিএল জানিয়েছে, ফেডারেশনের নির্বাচনের পর নতুন কমিটি এলে তাদের সঙ্গেই চুক্তি নবীকরণ নিয়ে আলোচনায় বসবে এফএসডিএল। ফেডারেশন জানিয়েছে, অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে হতে পারে আইএসএলের প্রথম ম্যাচ। এফএসডিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে চুক্তি নবীকরণ নিয়ে কিছুই করা হচ্ছে না। ভারতীয় ফুটবলের জন্যে এই মরশুমের জন্য আইএসএল করবে। তবে কবে হবে আইএসএল তা জানায়নি কতৃপক্ষ। তবে আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী আইএসএলে খেলবে কি না তা জানা যায়নি।