Central Govt Job | ৫৭,২০৮ পদে নিয়োগ! পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে জানালো SSC

এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের (SSC CGL) নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষা এবং জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হল।
৫৭,২০৮ পদে নিয়োগের পরীক্ষার তারিখ প্রকাশ করলো এসএসসি। এর মধ্যে রয়েছে এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি সিজিএল,এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ প্রক্রিয়ার টিয়ার ২ পরীক্ষার নির্ঘণ্ট। সেইসঙ্গে স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষারও নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে পরীক্ষার দিনক্ষণ দেখতে পারবেন।
- Related topics -
- দেশ
- ভারত
- এসএসসি
- পরীক্ষা
- চাকরি সন্ধান