British General Elections । ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের রেকর্ড জয়! হাউজ অফ কমনে যাচ্ছেন ২৯ জন!
ব্রিটিশ সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত জয়ী হয়েছেন।
ব্রিটিশ সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত জয়ী। প্রধানমন্ত্রী পদ থেকে সুনক পদত্যাগ করলেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। এছাড়াও সুয়েল্লা ব্রেভারম্যান, প্রীতি প্যাটেলরাও নিজেদের আসন ধরে রেখেছেন। কনজারভেটিভদের টিকিটে লড়ে গগন মহিন্দ্র, ক্লেয়ার কুটিনহো, শিবানী রাজা, নীল শাস্ত্রী হার্স্ট জিতেছেন ভোটে। অন্যদিকে, লেবার পার্টির প্রীত কউর গিল, তনমনজিৎ সিং ধেসি-সহ আরও বহু ভারতীয় বংশোদ্ভূত জয়ী হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে মোট ২৯ জন ভারতীয় বংশোদ্ভূত এবারের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটিশ সরকার
- ব্রিটেন
- ব্রিটেন প্রধানমন্ত্রী
- রাজনীতি
- রাজনৈতিক