Prayagraj | মহাকুম্ভের জের! রেকর্ড সংখ্যক বিমানের ওঠা-নামা প্রয়াগরাজ বিমানবন্দরে!

Friday, February 7 2025, 6:04 am
highlightKey Highlights

২০০৩ সালের পর এই প্রথম প্রয়াগরাজ বিমানবন্দর (পূর্ব নাম এলাহাবাদ এয়ারপোর্ট) থেকে একদিনে ওঠা নামা করলো ৪৮টি বিমান!


২০০৩ সালের পর এই প্রথম প্রয়াগরাজ বিমানবন্দর (পূর্ব নাম এলাহাবাদ এয়ারপোর্ট) থেকে একদিনে ওঠা নামা করলো ৪৮টি বিমান! প্রয়াগরাজ বিমানবন্দরের এই রেকর্ডের নেপথ্যে রয়েছে মহাকুম্ভ মেলা। হিসেবে বলছে, মহাকুম্ভ মেলা শুরু হওয়ার পর থেকে এই বিমানবন্দরে একদিনে ৩২ থেকে ৩৩টি বিমান ওঠা নামা শুরু করে। তবে বুধবার রাত ৯টা পর্যন্ত একদিনে ৪৮টি  বিমান ওঠা নামা করলো প্রয়াগরাজ বিমানবন্দর থেকে। মনে করা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই চাপ চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File