বিবর্তনের রহস্য ভেদ বিজ্ঞানীদের, প্রকাশিত হল ‘সায়েন্স’ জার্নালে

Thursday, February 25 2021, 5:59 am
বিবর্তনের রহস্য ভেদ বিজ্ঞানীদের, প্রকাশিত হল ‘সায়েন্স’ জার্নালে
highlightKey Highlights

ছোট ছোট লোগোর টুকরো বিভিন্ন ভাবে সাজালে তা নানা আকার নিত, যেটাকে বলা হয় বিল্ডিং ব্লক। বিবর্তনের ক্ষেত্রে ঠিক একই প্রক্রিয়ায় শৃঙ্খলসজ্জার বদলের ফলে পরিবর্তিত হয়ে এসেছে প্রাণীদের জিন। সাম্প্রতিক গবেষণা এক্সন সাফলিং একটি দীর্ঘ প্রস্তাবিত তত্ব তাই প্রমাণ করে। সম্প্রতি ‘সায়েন্স’ জানার্লে ‘রিক্রুটমেন্ট এভোলিউশন অফ ভার্টিব্রেট ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস বাই ট্রান্সপোসেস ক্যাপচার’ নামের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যেখানে এই তথ্য উঠে এসেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File