ভারতে লঞ্চ করছে Realme X7, দাম মধ্যবিত্তের বাজেট ফ্রেন্ডলি               
Friday, February 5 2021, 4:45 pm
 Key Highlights
Key Highlightsবাজেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করল Realme। দুটি মডেল লঞ্চ করেছে সংস্থা। যার মধ্যে রয়েছে Realme  X7, Realme X7 প্রো। Realme  X7 ফোনে থাকছে MediaTek Dimensity 800U chipset। 5G সাপোর্ট করবে এই ফোনে। ৪৩১০ mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে। ১৮ মিনিটে চার্জ হবে ৫০ শতাংশ। ৬.৪ ইঞ্চি  AMOLED ডিসপ্লের সঙ্গে রয়েছে full-HD রেজোলিউশন।  ফোনে রয়েছে  ৬৪ MP primary shooter, ৮ MP sensor with an ultra-wide-angle, ২ MP monochrome portrait sensor,২ MP macro shooter। সেলফির জন্য বরাদ্দ ৩২ মেগাপিক্সেল।